রূপের গুণ আর আগুনে জ্বালানো প্রেম,
পাঁচ বছরে ফসিল হতে দেখেছি।
প্রত্নতাত্ত্বিক সন্তানসন্ততি এসে বুক খুঁড়ে দেখার আগে
বিশ্বাস হয়নি প্রেম মরে ভূত হয়ে গেছে
সে চার বছর নয়শো নিরানব্বই দিনে।
ইশ!
প্রথম সুযোগে বিদেহী আত্মার চক্ষুদান
ফরজ-এ-কেফায়া হিসেবে
কোনো প্রেমান্ধকে দিয়ে দেওয়া উচিত ছিল,
যাতে জলে ডোবার আগে
তলের খোঁজটা অন্তত সে পেতে পারে।
Leave a Reply