কালো অক্ষরেরা কথা বলে,
কখনো অভয়, কখনো ঘাতকের ছলে,
কখনো সাদা সত্যের বেশে,
কখনো বা বেদনার নীলে মেশে,
কখনো হলুদে মোড়া কুটিল ইশারা,
সত্যেরা পথ খুঁজে দিশেহারা।
বত্রিশ পৃষ্ঠার এক বিশাল ক্যানভাসে,
কারো স্বপ্ন, কারো দীর্ঘশ্বাসে,
সাজানো বাগানের গল্প ফোটে,
জোড়া খুনের গন্ধে পাঠক ছোটে।
ভালোবাসা আর মনোবিকলন,
কখনো ছাপা হয় নীরব কথন।
শব্দেরা প্রতিদিন লাশ হয় এখানে,
ধর্ষিত হয়, অথবা হলুদ হয় কোন ইশারায়!
ভাষা পাল্টায় এখানে আদালতের রায়!
এখানে প্রথম পাতায় কারো জীবনী,
রাজনীতিকের জবানবন্দী, অথবা সারমেয় ঘেউ ঘেউ,
অথবা হত্যাকারীর সাজাপ্রাপ্ত আত্মহত্যাকারী কেউ!
রাত ঘুম শেষে চাকাপ হাতে কারো মৌনতা।
এটি একটি দৈনিকের আত্মকথা।
Leave a Reply