ঈশ্বরী যেদিন নগর পত্তন করলেন,
সেদিনই কৌশলে আমাদের মননে
ভালোবাসার বিষ ঢেলে দিয়েছিলেন।
যেদিন তুমি চেয়েছিলে সব ভুলে যেতে,
আমাকেও তখন বাধ্য হয়ে ভুলে যেতে হয়েছিল ‘আমাদের’।
আমরা পরস্পরকে কেবল অভিমানটুকুই ভাগ করে দিতে পেরেছিলাম।
সেদিন আমরা মনোযোগ দিয়ে পাখির ডাকে প্রেম খুঁজে ফিরতাম।
আজ অখণ্ড অবসরে সেই পাখির ডাকেই কেবল হাহাকার মিশে থাকে।
এই যান্ত্রিক নগরের বিষ আর বুকের ভেতর জমে থাকা হাহাকার—বড্ড ক্লান্ত করে তুলেছিল আমাকে।
ঈশ্বরী আমার এই ক্লান্তি দেখলেন।
করুণা হলো তাঁর, কিংবা কৌতুক।
বর দিলেন—”তথাস্তু! তোমাকে দ্বিগুণ সময় দিলাম।”
তারপর থেকে আমি ঘুমিয়ে আছি।
লিংকন, নিউইয়র্ক
৪ই ডিসেম্বর, ২০২৫ইং
Leave a Reply